Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় এডঃ এনামুল হক সেলিম ॥ গণতন্ত্র পুনরূদ্ধার করাই হোক প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশের ঐতিহ্যবাহী জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম বলেন, ‘মৃতপ্রায় গণতন্ত্র পুনরূদ্ধার করাই হোক ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপি পুনঃগঠন প্রক্রিয়ায় বিগত আন্দোলনে তৃণমূলের পরিক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার মাধ্যমে জেলা বিএনপি আগামী নেতৃত্ব কাউন্সিলের মধ্য দিয়ে নির্ধারণ করার জন্য বিএনপি পরিবারের সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান। কাউন্সিলের মাধ্যমে দেশব্যাপী বিএনপিকে পুনঃগঠিত করে গণ-আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরূদ্ধারের জন্য সকলকে শপথ নেয়ার আহ্বান জানান।
জেলা বিএনপির সদস্য ক্বারী কবীর হোসেনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি দপ্তর সম্পাদক মোঃ নাহিজ, জেলা বিএনপি সদস্য ও পৌর প্যানেল মেয়র আবুল হাসিম, জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্বাছ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরাম চৌধুরী, জেলা সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আকাদ্দছ মিয়া তালুকদার, মইনুল হক এখলাছ, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, বিএনপি নেতা আবদাল চৌধুরী, জেলা ওলামাদল সাধারণ সম্পাদক মাওঃ কাশেম বিল্লাহ নোমান, জেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম মতিন, জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক এম এ মন্নান, জেলা শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক তুহিন খান, জেলা যুবদল সাবেক অর্থ সম্পাদক এস এম মানিক, জেলা তৃণমূলদল আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ওলামাদল সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইদুর রহমান, পৌর যুবদল সাবেক সভাপতি কোহিনুর আলম, জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক ফজলে নকিব মাখন, হাফেজ হাফিজুর রহমান খান, সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, জেলা ছাত্রদল সদস্য সৈয়দ লিটন, জনি পারভেজ জনি, মাকসুদ আলী, এমদাদুল হক লিটন, মইনুল ইসলাম পারভেজ, নাজির মিয়া, সদর থানা স্বে”ছাসেবকদল যুগ্ম আহবায়ক মহিবুল ইসলাম সোহেল, পৌর ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর আলম, পৌর স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ, কলেজ ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, পৌর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান অনি, তারা মিয়া, লিটন সরকার, সোহেল আহমেদ, শেখ আজিজ, শোয়েব চৌধুরী, আব্দুল আলিম, জুবায়ের আহমেদ, শফিক মিয়া, শেখ রাসেল, আকতার, আনিছ, সিহান আহমেদ, নুরুজ্জামান, মামুন মিয়া, হাসানুল হোসাইন সৌরভ ও লিটন প্রমুখ।