Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের তানবির শ্রীমঙ্গলে উদ্ধার

স্টাফ রিপোটার ॥ বানিয়াচঙ্গ থেকে কিডন্যাপের শিকার মাদ্রাসার ছাত্র মতিউর রহমান তানভির মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টায় শ্রীমঙ্গল উকিলবাড়ি রোড সংলগ্ন কাচারী মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করেন মসজিদের মুসল্লিরা।
তানবির জানায়, মঙ্গলবার সকালে হবিগঞ্জে তার ফুফুর বাসা থেকে বানিয়াচঙ্গ উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরান এ যাওয়ার পথে বানিয়াচঙ্গ বড় বাজার সিএনজি ষ্ট্যান্ডের অদুরে নিরিবিলি স্থান থেকে তার মুখে চেপে ধরে তিন অপহরণকারী তাকে গাড়িতে তুলে চেতনা নাশক দিয়ে অজ্ঞান করে নিয়ে আসে। শ্রীমঙ্গলের উকিলবাড়ি সড়কে এসে তার জ্ঞান ফিরে। এ সময় দুই অপহরণকারী গাড়ি থেকে নামলে ফাঁক বুজে সেও নেমে দৌড়ে পালিয়ে কাচারী মসজিদে এসে আশ্রয় নেয়।
এ সময় নামাজ আদায় করতে যাওয়া মুসুল্লি মাওঃ আব্দুল মালিক, মাওঃ মোঃ আব্দুল হক ও ডেকুরেটার্স ব্যবসায়ী শহিদুল ইসলাম বুলবুল, শ্রীমঙ্গল প্রেসক্লাব দপ্তর সম্পাদক এম. মুসলিম চৌধুরীর কাছে পরামর্শ করে মসজিদের পাশে শ্যামলী পরিবহনের শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর কাছে নিয়ে আসলে সেখানেই তিনি পুলিশ ডেকে শ্রীমঙ্গল থানা এস আই লিটন ঘোষের হাতে তাকে তুলে দেন।
তানভির হবিগঞ্জের নোয়াখাল গ্রামের দিনমজুর কৃষক আব্দুল হান্নানের ছেলে। সে বানিয়াচঙ্গ উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরান মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্র।