Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জের সিরাজি হোটেল মালিক ফাহিমের দৌড়ঝাপ

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ সিরাজী আবাসিক হোটেল থেকে আটক ১৫ ছাত্র-ছাত্রী আটকের পর থেকে ওই হোটেলের মালিক ফাহিম নিজেকে রক্ষা করতে বিভিন্নস্থানে দৌড়ঝাপ শুরু করেছে। এমনকি ওই প্রতিষ্ঠানের নাম যাতে পত্রিকায় প্রকাশ না হয় কতিপয় অসাধু সাংবাদিকদের ম্যানেজ করে তার নাম আড়ালে রেখেছে। এরপরও বেশ কিছু পত্রিকায় হোটেলসহ মালিকের নাম দিয়ে সংবাদ প্রকাশ হলে গতকাল সোমবার বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেন বলে একটি সুত্র জানায়। এদিকে তার হোটেলের অপকর্মের কাহিনী বেরিয়ে আসতে শুরু করেছে। এলাকাবাসী অভিযোগ করেন, দাউদনগর বাজারে সিরাজ প্লাজার সিরাজি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপসহ অপরাধমুলক কর্মকান্ড চলে আসছে। ইতোপূর্বে ম্যাজিষ্ট্র্রেট পুলিশসহ হোটেল থেকে যুবক-যুবতীদের আটক করে জেল জরিমানা করা হয়েছে। এরপরও থেমে থাকেনি তাদের এসব অসামাজিক কার্যকলাপ। স্থানীয় প্রভাব কাটিয়ে কতিপয় পুলিশের সহযোগিতায় তার ব্যবসা আরো চাঙ্গা করে তোলেছে। স্কুল-কলেজের বিপদগামী শিক্ষার্থীদের পাশাপাশি প্রবাসির স্ত্রীরাও এসব হোটেলে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে বলেও জানায় স্থানীয় একটি সুত্র। আর এসবের বিনিময়ে মোটা অংকের টাকা পেয়ে থাকেন তারা। এরমধ্যে হোটেল মালিক, অসাধু পুলিশ ও কিছু অসাধু সাংবাদিকদের কাছে যাচ্ছে এর একটি বৃহত অংশ। আর কিছু অংশ পাচ্ছে কলর্গালরা।
উল্লেখ্য গত রবিবার সকালে পুলিশ অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় ওই হোটেলে অভিযান চালিয়ে শিক্ষার্থীসহ ১৫ জনকে আটক করে। দিনভর নাটকের পর রহস্যজনক কারণে তাদেরকে ছেড়ে দেয়। এ নিয়ে শায়েস্তাগঞ্জে স্থানীয় জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।