Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে শাহজালাল কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার মনতলায় ১৯৭০ সালে মুক্তিযুদ্ধের সংগঠক ক্যাপটেন (অবঃ) কাজী জিয়াউদ্দিন কর্তৃক প্রতিষ্ঠিত হবিগঞ্জের প্রথম বেসরকারী কলেজ শাহজালাল কলেজ মনতলা জাতীয়করণের দাবিতে শনিবার সকালে মনতলা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ৩ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধনে এ অঞ্চলের সর্বসাধারণ শ্রমজীবি, কৃষিজীবি, শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, কৃষক-শ্রমিক, সরকারী বেসরকারী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, অলিকুল শিরমণি হযরত শাহজালাল (রঃ) এর নামানুসারে ১৯৭০ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্যাপটেন (অবঃ) কাজী জিয়াউদ্দিন কলেজটি প্রতিষ্ঠা করেন। মুক্তিযুদ্ধের সময় কলেজটি মুক্তিযোদ্ধাদের ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়েছে। এটি হবিগঞ্জের মধ্যে প্রথম বেসরকারী কলেজ। প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি অবহেলিত এলাকায় নারী শিক্ষার প্রসার চা-বাগান সহ শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রেখে আসছে। উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু মিয়া বলেন, একটি বিশেষ মহল ৭১-এর মানবতাবিরোধী অপরাধী যুদ্ধাপরাধ ট্রাইবুনালে জেলে বন্দী ফাঁসির দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধী সৈয়দ কায়সারের পিতা মুসলিম লীগের কনভেনার সৈয়দ সঈদ উদ্দিন নামে প্রতিষ্ঠিত কলেজটি জাতীয়করণের জন্য ষড়যন্ত্র করছে। বক্তারা বলেন, এ ধরনের ষড়যন্ত্র করা হলে রেল পথ অবরোধ সহ কঠিন কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বহরা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, সহকারী অধ্যাপক মহিউদ্দিন, গর্ভনিং বডির সদস্য কামেশ রঞ্জন কর, আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল চৌধুরী, জাপা সেক্রেটারী আক্তার হাসেন মনির, শিক্ষক মজিবুর রহমান বাহার, তাসাদ্দুক আহমদ, মাওঃ আব্দুল মন্নান, আব্দুল জলিল, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক তিতন, মিজানুর রহমান দুলু, আনোয়ার হোসেন বেলাল, আব্দুল কুদ্দুস সাগর, আতাউস সামাদ বাবু, ইয়াকুব খান, আক্তার হোসেন ও আব্দুল মতিন প্রমুখ।