Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় বন্যায় আক্রান্ত পরিবারে মাঝে ত্রাণ বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী গতকাল শুক্রবার বিকালে দীঘলবাক ইউপির কুশিয়ারা ডাইকের তীরবর্তী এলাকায় অকাল বন্যায় আক্রান্ত দু’ শতাধিক পরিবারের মধ্যে চাল বিতরণ ও এলাকা পরিদর্শন করেছেন। তিনি এর আগেও অতিবৃষ্টির কারণে কুশিয়ারা নদীর পানি উপছে গিয়ে তীরবর্তী এলাকা প্লাবিত হলে সরজমিন গিয়ে ত্রান বিতরণ করেন। স্থানীয় কসবা বাজারে মাথা পিছু ৭ কেজি করে চাল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, ইউপি আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন, সেক্রেটারী সুজাত মিয়া, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, গুলজার মিয়া, সাহাব উদ্দিন, আলফর মিয়া, হাজী লিমন প্রমূখ।
উল্লেখ্য, গত দু’দিনের ভারি বর্ষনে কুশিয়ারা নদীর পানি উপছে বিপদসীমা অতিক্রম করে তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে দীঘলবাক ইউপির কয়েক শতাধিক বাড়ি-ঘর আক্রান্ত হয়। এতে ওই এলাকার লোকজনের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী গতকাল শুক্রবার তাৎক্ষনিক ভাবে ওই এলাকায় ছুটে যান। প্লাবিত এলাকা পরিদর্শন শেষে আক্রান্ত দু’শতাধিক পরিবারের মধ্যে ৭ কেজি করে চাল বিতরণ করেন।