Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জন্মাষ্টমী পালন উপলক্ষ্যে বাহুবল উপজেলা পুজা উদযাপন পরিষদের ব্যাপক প্রস্তুতি

বাহুবল প্রতিনিধি ॥ আসন্ন শ্রী শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষ্যে বাহুবল উপজেলা পুজা উদযাপন পরিষদ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি ইউনিয়নেও সংগঠনের নেতৃবৃন্দ প্রস্তুতি সভা করেছেন। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি নিরঞ্জন সাহা নিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দেবের পরিচালনায় সভায় প্রধান অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই। বিশেষ অথিতি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ বীরেশ্বর ভট্টাচার্য, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বাহুবল প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল উপজেলা প্রেসক্লাব সভাপতি সাঈদ আহমদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিহার রঞ্জণ দেব। বক্তব্য রাখেন মনোরঞ্জণ রায়, রণধীর চক্রবর্তী, অমল ভট্টাচার্য্য লিটন, দয়াময় সূত্রধর, রুহিত মুনিয়া, মহিলা মেম্বার মিনতি রাণী যাদব, শ্রীকুমার কৈরী মেম্বার, লক্ষণ সূত্রধর, সুভেন্দু চন্দ, অমিরণ দেব, পরিতোষ বণিক, ক্ষীতেন্দ্র চন্দ্র দেব, স্বপন কান্তি পাল প্রমুখ। সভায় জন্মাষ্টমীর দিনে সকাল ৮টা থেকে জয়পুর শচী অঙ্গন থেকে এক র‌্যালী মহাশয়ের বাজার, নন্দনপুর বাজার, মধুপুর চা-বাগান হয়ে চকহায়দার কানাইলাল জিউর আখড়ায় সমাপ্তি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।