Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাক্ষ্মণবাড়িয়ার তিতাস নদীর উপর শাহবাজপুর সেতুতে মেরামত কাজের জন্য আজ শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ থাকবে। সেতুর ক্ষতিগ্রস্ত অংশে বেইলি ব্রিজ স্থাপনের জন্য ১৮ ঘণ্টা সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও জনপথ (সওজ)বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,ঢাকা-সিলেট মহাসড়কে (ঢাকার কাঁচপুর-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং) তিতাস নদীর উপর অবস্থিত শাহবাজপুর সেতুর ক্ষতিগ্রস্ত অংশে স্টিল সেতু (বেইলি ব্রিজ) স্থাপন করা হবে। এ জন্য ২৮ আগস্ট সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য জানান, নির্ধারিত সময়ের আগেই বেইলি ব্রিজ স্থাপন কাজ শেষ করার চেষ্টা করা হবে। যেনো যাত্রীদের ভোগান্তি কম হয়।