Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিক ফজলুর রহমানের সাথে ওল্ডহামস্থ নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির মতবিনিময়

স্টাফ রির্পোটার ॥ ইংল্যান্ডের ওল্ডহামস্থ নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে
মতবিনিময় সভা ইন্টিলিজেন্স ট্রেইনিং একাডেমিতে অনুষ্টিত হয়েছে। সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ আলী হায়দারের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী জুনেদ হোসেন চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু । বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাবেদুর রহমান। সভার শুরুতে প্রধান অতিথি মুনিম চৌধুরী বাবু এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির শিক্ষা বিষয়ক সম্পাদক মোফাজ্জল চৌধুরী ইমরান। বিশেষ অতিথি মোঃ ফজলুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির কোষাধ্যক্ষ তাবিরুল ইসলাম হাবিব। সভায় প্রধান অতিথির বক্তব্যে, মুনিম চৌধুরী এমপি বলেন, আমার স্বপ্ন নবীগঞ্জ-বাহুবলের উন্নয়ন। ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্টান, রাস্তাঘাট, বিদ্যুৎ সংযোগ প্রদানসহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যাসহ সুযোগসুবিধা বৃদ্ধির লক্ষ্যে সংসদে আলোচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে প্রবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে মোঃ ফজলুর রহমান বলেন, এলাকার গরীব দুঃখি মানুষের সহযোগিতায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, দেশে বিনিয়োগসহ শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দুর করতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওল্ডহাম কাউন্সিলের সাবেক কাউন্সিলার মোঃ মহিব উদ্দিন, ওল্ডহাম ইন্টিলিজেন্স একাডেমির প্রিন্সিপাল মোঃ নুরুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল আলী, বিশিষ্ট মুরুব্বি হাজী তরাস উল্লাহ, মোফাজ্জল চৌধুরী ইমরান, তফিল আহমেদ, ওহী চৌধুরী, ইসলাম উদ্দিন সরকার, তালেব মিয়া, হেলাল মিয়া, হাসিল মিয়া, মোঃ আব্দুল হক, কয়েস আহমদ, তালেব আলী, এস কে টিপু আহমেদ, মাহমুদ মিয়া, মোঃ আলী ছালিক, আব্দুল হক চৌধুরী, হেলাল মিয়া ও শেখ কবির প্রমুখ। সভায় মোফাজ্জল চৌধুরী ইমরান সহ বক্তাগন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এলাকার রাস্তাঘাট সংস্কার সহ পাকাকরন ও শিক্ষার উন্নয়নে কাজ করার জন্য মুনিম চৌধুরী বাবু এমপির প্রতি আহ্বান জানান।