Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ের বক্তাপুর আবুল খায়ের হাইস্কুলের লক্ষাধিক টাকা আত্মসাত ॥ তদন্ত কমিটি গঠন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন খাতের ১ লাখ ১০ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খাঁন স্কুলের উন্নয়নের জন্য উক্ত বরাদ্দ দেন। এছাড়াও সোলার স্থাপন বাবদ ১ লাখ টাকা প্রদান করা হলেও প্রায় ৬০/৭০ হাজার টাকার সোলার বাতি লাগানো হয়েছে বলেও অভিযোগে প্রকাশ। অভিযোগের প্রেক্ষিতে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্কুলের উন্নয়ন খাতের প্রকল্প কমিটির সভাপতি ও সেক্রেটারীকে তাগিদ পত্র দিয়ে ৭ দিনের মধ্যে প্রকল্প টাকার ব্যয়ের যথাযথ হিসাব ও কাগজ পত্র দাখিলের নির্দেশ দিলেও তা দেয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের জন্য টিআর (উন্নয়ন খাতের) ১ লাখ ১০ হাজার টাকা এবং সোলার স্থাপনের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেন স্থানীয় এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান। যথাযথভাবে প্রকল্প কমিটি দাখিল করা হয়। উক্ত কমিটিতে স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন সভাপতি ও ইউপি আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমদকে সেক্রেটারী করা হয়েছে। কিন্তু সোলার স্থাপনে বরাদ্দের ১ লাখ টাকার মধ্যে প্রায় ৭০ হাজার টাকা ব্যয় করে সোলার বাতি লাগানো হয়েছে। আর উন্নয়ন খাতের ১ লাখ ১০ হাজার টাকার কোন কাজ না করেই পুরো টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ ব্যাপারে প্রকল্পের সভাপতি ও স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, স্কুলের নতুন ভবন নির্মাণ কাজে ওই টাকা সমন্বয় করা হয়েছে। এবং যথাযথভাবে পিআইও অফিসে ভাউচার দাখিল করা হয়েছে বলেও তিনি জানান। সরজমিনে আসলে ওই টাকার কাজ দেখাতে পারবেন কি না এ প্রশ্নের কোন জবাব না দিয়ে ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যান। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে প্রজেক্ট কমিটিকে তাগিদ পত্র দেয়া হয়েছে। ৭ দিনের মধ্যে কাজ শেষ করে যথাযথ ভাউচার দেয়ার জন্য নিদের্শ দেয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তা পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা পশু সম্পদ কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।