Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে খেলায় হামলার ঘটনার ১৫ গ্রামবাসীর প্রতিবাদ সভা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে কাবাডি খেলায় হামলার প্রতিবাদে ১৫ গ্রামের প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের আনন্দ বাজারে বিকাল ৫টায়  সাবেক মেম্বার আরব আলী মিয়ার সভাপতিত্বে ও  আলোর দিশারী ছাত্র কল্যাণ কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মাঈন উদ্দিন মেম্বার, আক্কাশ আলী, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এরশাদ আলী, যুবলীগ নেতা সাহাজ উদ্দিন শাহা, ইউনিয়ন যুব কমিটির সভাপতি রফিকুল ইসলাম রবি, ইউনিয়ন আলোর দিশারী ছাএ কল্যান সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, একতা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সোহেল, আতিকুর রহমান, সাহাবুর মিয়া প্রমুখ।  প্রতিবাদ সভায় প্রধান অতিথি বলেন যে কোন সরকারী খেলায় যদি পুলিশ প্রসাশনের ব্যবস্থা রাখতেন তা হলে এমন ঘটনা ঘটত না তিনি আর বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অনেক গাফিলতির শিকার যা আমাদের কোমলমতি ছাত্রদের উপর দিয়ে বয়ে গেছে।