Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে শক্তিশালী করতে হবে-আতাউর রহমান সেলিম

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের নেতৃবৃন্দ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। গতকাল সোমবার দুপুরে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে যুবলীগ নেতবৃন্দ বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে অংশ গ্রহন করেন। মাজার জিয়ারকালে যুবলীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে করেন। মাজার জিয়ারত শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় কেন্দ্রীয় যুবলীগের কার্যকরি কমিটি সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা আব্দুল মালেক, নুরুল আমিন, বিপ্লব রায় চৌধুরী, হাজী সামছু. মোতাহের হোসেন রিজু, আব্দুর রউফ মাসুক, এমএ হাকিম, সজল রায়, ফজলুর রহমান খান, উমেদ আলী শামীম, ফেরদৌস আহমেদ, রহুল আমিন সিজিল, শেখ নুর হোসেন, শওকত আকবর সোহেল, বিপুল রায়, গৌতম রায়, ইউপি চেয়াম্যান ফরহাদ হোসেন আব্বাস, আলম মিয়া, ফারুক মিয়া, জামাল মিয়া, ওয়াহিদুজ্জামান বাবুল, ধ্র“বজ্যোটি দাশ টিটু, কামাল আহমেদ, মোঃ আলমগীর, শহিদুল আলম চৌধুরী মহিন, মহি উদ্দিন সোহেল, শাহরিয়ার চৌধুরী সুমন, মিলন আহমেদ, ওয়াহিদুর রহমান, সোহেল রহমান, সিরাজুল ইসলাম শান্ত, সুব্রত বণিক, পিন্টু আচার্য্য, জালাল আহমেদ, আসাদুর রহমান খান, সৈয়দ রাশিদুল হক রুজেন, বাহুবল থানা যুবলীগ সভাপতি অলিউর রহমান অলি, মাধবপুর উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, চুনারুঘাট উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বানিয়াচঙ্গ উপজেলা যুবলীগ সভাপতি রেখাছ মিয়া, নবীঞ্জ উপজেলা আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, গোলাম রসুল চৌধুরী রাহেল, রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, হবিগঞ্জ পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সবুজ আহমেদ, জাহির আহমেদ, ইকবাল হোসেন খান, দিলুয়ার খান, এমএ মামুন, জুয়েল রহমান, তানভীর আহমেদ, আব্দুল্লাহ মিয়া, আবুল কাসেম রুবেল, মাধবপুর পৌর সভাপতি সাব্বির হাসান, আমির হোসেন, উবাদুল হক চৌধুরী, উজ্জল আহমেদ প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, শোকের মাসে সকল বেদাভেদ ভুলে যুবলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ কাজ করে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, আগামীতে আবারও ব্যাপক আকারে দলীয় নেতাকর্মীদের অংশ গ্রহনের মাধ্যমে বঙ্গবন্ধুর সমাধি পরিদর্শন করা হবে।