Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল হবিগঞ্জ জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর মাও: মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাও: মুশাহীদ আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট অঞ্চল টিমের সদস্য মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব। সম্মেলনে ব্যক্তিগত রিপোর্টের আলোকে রুকনদের মান, জেলা শাখার ষান্মাসিক রিপোর্ট এবং সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ পালনের কাজের পর্যালোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম মতলিব বলেন, মহাজোট তথা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আরোহনের পর থেকেই বাংলাদেশ থেকে ইসলাম নির্মূলের নানামূখী চক্রান্ত চালিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে ইসলাম বিদ্বেষী ধর্মনিরপেক্ষতার আলোকে সাজানো এবং সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস উঠিয়ে দিয়ে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসেবে স্থান দেয়াকে যেভাবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নেয়নি তেমনিভাবে গঠনতন্ত্রে ‘সকল ক্ষমতার উৎস আল্লাহ’ থাকার অপরাধে জামায়াতের নিবন্ধন বাতিল এবং আন্দোলন দমনের নামে ইসলামী রাজনীতি নিষিদ্ধের কোন রকম ষড়যন্ত্র এদেশবাসী মেনে নিবেনা। বাংলাদেশে ইসলাম, ইসলামী আন্দোলন ও ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে সরকারের সকল প্রকার নির্যাতন নিপীড়ন ও ষড়যন্ত্রের মোকাবেলায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদেশবাসীকে সাথে নিয়ে জামায়াত-শিবির হাজারো জীবন বিলিয়ে দিয়ে হলেও ইসলামী রাজনীতি নিষিদ্ধের যে কোন ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী আলী আজম সিদ্দিকী, জেলা বায়তুল মাল সেক্রেটারী আলহাজ্জ আব্দুর রহমান, সহকারী সেক্রেটারী লুৎফুর রহমান, জেলা প্রচার সম্পাদক প্রভাষক সাদিকুর রহমান, পৌর আমীর কাজী মহসিন আহমদ ও পৌর সেক্রেটারী আবুল হাশিম, জেলা মজলিশে শুরা সদস্য ইউপি চেয়ারম্যান মাও: হাবিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা আমীর মাও: আশরাফ আলী, মাধবপুর উপজেলা আমীর মাও: আব্দুশ শহীদ, বানিয়াচং উপজেলা আমীর মাও: আব্দুর রাজ্জাক খান, আজমিরীগঞ্জ উপজেলা আমীর সোয়েব পাশা, চুনারুঘাট উপজেলা আমীর মাও: ইদ্রিস আলী, নবীগঞ্জ পৌর আমীর সাইদুল হক চেীধুরী, বাহুবল উপজেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, শায়েস্তাগঞ্জ থানা আমীর প্রভাষক ওলী উল্লাহ জহির, লাখাই উপজেলা সভাপতি মাও: নুরুদ্দীন প্রমুখ।