Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে টয়লেট ভেঙ্গে ফেলেছে দপ্তরী আওয়াল

স্টাফ রিপোর্টর ॥ হবিগঞ্জ শহরের সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আব্দুল আওয়ালের উচ্ছৃশৃঙ্খল আচরণে অতিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সূত্র জানায়, ওই বিদ্যালয়ের দপ্তরী আব্দুল আওয়াল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে। অনেক সময় তার আচরণ এতই বেড়ে যায় যে সে রীতিমতো সন্ত্রাসী আচরণ শুরু করে। সম্প্রতি এ সন্ত্রাসী কার্যকলাপের নমুনা দেখা যায় তার ধবংসাত্মক কাজে। আব্দুল আওয়াল সম্প্রতি সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুইটি টয়লেট কাউকে না জানিয়ে ভেঙ্গে ফেলে। এ ব্যাপারে শনিবার বিকেলে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আব্দুল আওয়ালের কাছে টয়লেট ভাঙ্গার ব্যাপারে জানতে চাইলে সে ঘটনা স্বীকার করে। ম্যানেজিং কমিটি তার বিরুদ্ধে অভিযোগপত্র তৈরী করে জেলা প্রশাসক, ইউএনও ও জেলা শিক্ষা অফিসে দাখিল করবে বলে জানা যায়। অভিযোগ দাখিলের ব্যাপারটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন টয়লেট ভাঙ্গার অনুমতি কাউকে দেয়া হয়নি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আমীন ওসমান বলেন কাউকে না জানিয়েই এ টয়লেটটি ভাঙ্গা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হুমকি-ধমকি ও ভয় প্রদর্শন করে লেখাপড়ার পরিবেশ বিনষ্ট করছে বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।