Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরের সাতবর্গ গ্রামের কুমুদ লাল এখন সম্পদে লাল

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সদর সংলগ্ন সাতবর্গ গ্রামের কুমুদ লাল দেবনাথ এখন সম্পদে লাল। সামান্য বেতনের উপ-সহকারী ভূমি কর্মকর্তা এখন কোটি টাকার মালিক হয়ে বিলাশ বহুল জীবন যাপন করছেন। বলতে গেলে জিরো থেকে হিরো। জানা যায়, নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের এক দরিদ্র পরিবারে কুমুদ লাল দেবনাথের জন্ম। ১৯৯০ এর দশকে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গার ঘটনায় বাংলাদেশে উত্তেজনা সৃষ্টি হলে কুমুদের পরিবার বাড়িঘর বিক্রি করে বাংলাদেশ থেকে ভারতে চলে যায়। পরে ভারতে জীবিকা নির্বাহ করতে না পেরে পুনঃরায় বাংলাদেশে চলে আসেন এবং পরের বাড়িতে আশ্রিত হিসেবে জীবিকা নির্বাহ করতে শুরু করেন। কিছুদিন পর কুমুদের পিতা মারা গেলে নিরূপায় হয়ে পড়েন পুরু পরিবারটি। টিউশনি করে পরিবার ও নিজের লেখাপড়া চালিয়ে যান কুমুদ। ২০০৫ সনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের অধীনে উপ-সহকারী ভূমি কর্মকর্তা পদে চাকরি হয় কুমুদের। আর পিছন থেকে থাকাতে হয়নি তাকে। সামান্য বেতনে চাকরি করে মাত্র ১০ বছরে সাতবর্গ গ্রামে কোটি টাকা মূল্যের দ্বিতল বাড়ি বিজয়নগর উপজেলার আমতলি বাজারে দোকান ভিটি, মাধবপুর বাজারে আপন ভাইকে দোকান করে দেয়া সহ কয়েক কোটি টাকা মালিক এখন কুমুদ। বর্তমানে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারী ভূমি কর্মকর্তা পদে দায়িত্ব পালন করছেন কুমুদ। সামান্য বেতনে উপ-সহকারী ভূমি কর্মকর্তার বিলাশ বহুল জীবন যাপনে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন শুরু হয়েছে কুমুদ আলাউদ্দিনের এ চেরাগ পেল কোথায়? এর উৎস জানতে চায় এলাকাবাসী। এ ব্যাপারে কথা বলার জন্য কুমুদের সাথে তার মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করলেও কুমুদ ফোন রিসিভ করেনি।