Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোয়াই নদীর পানি বৃদ্ধিতে পাহাড়ি ঢলে ফসলের ক্ষয়ক্ষতির আশংকা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জেল খোয়াই নদীর পানি বৃহস্পতিবার কমলেও এখন আবার বৃদ্ধি পেয়েছে। তবে এখনও বিপদ সীমা অতিক্রম করেনি। হাওড়ে পানি বেশী থাকায় বৃষ্টিপাতের ফলে নদীতে পানি বৃদ্ধি পায়।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, খোয়াই নদীর পানি বুধবার বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার এই পানি কমে হয় ৮.৪ মিটার। কিন্তু শুক্রবার সকাল ৯টায় থেকে আবারও পানি বৃদ্ধি পেতে থাকে। পানি এখনও বৃদ্ধি পাচ্ছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, হাওড়ে পানি তেমনভাবে নিস্কাশন না হওয়ায় খোয়াইর পানি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি দেশের অভ্যন্তরেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যে আরও বৃষ্টি হলে খোয়াই নদী ভয়াল রূপ ধারণ করবে।
এদিকে টানা কয়েকদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে চুনারুঘাট ও বাহুবল উপজেলার বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এতে করে ঐ এলাকার পাকা ও নতুন লাগানো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী তোফায়েল আহমেদ খান জানান, পাহাড়ি ঢলে নতুন করে লাগানো রূপা আমন ও আউশ ধানের ব্যাপাক ক্ষতি হয়েছে।
চুনারুঘাট ও বাহুবল উপজেলা কৃষি অফিসকে ক্ষয়-ক্ষতির তালিকা তৈরি করে প্রেরণ করতে বলা হয়েছে। তিনি আরও জানান, ভাটি এলাকা বানিয়াচং ও আজমিরীগঞ্জেও পানি বৃদ্ধি পেয়েছে। এই সময়ে যেহেতু সেখানে ফসল নেই তাই এই পানি সেখানকার জন্য ভালই হয়েছে।