Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং সড়কের বেইলী ব্রীজগুলো ঝুকিঁপূর্ণ ॥ ট্রাক্টর পড়ে আহত ২

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ বানিয়াচং সড়কে বেশ ক’টি বেইলী ব্রীজ ঝুকিঁপূর্ণ হয়ে পড়েছে। জীবনের ঝুকিঁ নিয়ে প্রতিদিন শত শত যানবাহন ওই ব্রীজ দিয়ে চলাচল করছে। যে কোন সময় ভেঙ্গে পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে। অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জ থেকে বানিয়াচং পর্যন্ত বেইলী ব্রীজসহ ১০টি ব্রীজ রয়েছে। এর মধ্যে আতুকুড়া, রতœা ও শুটকি ব্রীজটি বেশি ঝুঁকিপূর্ণ। ব্রীজের গোড়া ভেঙ্গে খান খান হয়ে গেছে। এছাড়া ব্রীজের উপর স্লিপার, খানা খন্দকে পরিণত হয়েছে। এই সব ব্রীজ দিয়ে ভারী যানবাহন চলাচল করতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। যে কোনো সময় ভেঙ্গে পড়তে পারে। ঘটতে পারে বড় ধরনে দূর্ঘটনা।
গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, শুটকি ব্রীজ দিয়ে জীবনের ঝুকি নিয়ে ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এ সময় শুটকি ব্রীজের স্লিপার ভেঙ্গে ট্রাক্টরের চাকা গর্তে পড়ে যায়। এতে আহত হয় ২ জন। অনেকেই অভিযোগ করেন বারবার সড়ক ও জনপথ বিভাগকে বললেও এর কোন সমাধান হচ্ছে না। ব্রীজতো যেমন তেমন, রাস্তার আরো বেহাল দশা। এ রাস্তা দিয়ে চলাচল করলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। আবার অনেক যানবাহন বিকল হয়ে যায়। এ ব্যাপারে আশু পদক্ষেপ নেয়া খুবই প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।