Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এবার বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন

স্টাফ রিপোর্টার ॥ নতুন সিএনজি (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) স্টেশনের অনুমোদন বন্ধ করতে যাচ্ছে সরকার। সঙ্কট থাকায় মূল্যবান প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমিয়ে আনতেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এর আগে একই যুক্তিতে নতুন কোনো ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের (শিল্পকারখানায় স্থপিত ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন জেনারেটর) জন্য গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। যদিও বর্তমান সরকারের গত মেয়াদের শেষ দিক থেকেই নতুন সিএনজি স্টেশনে গ্যাস সংযোগ দেয়া অলিখিতভাবে বন্ধ রয়েছে। সিএনজির বদলে এলপিজি (লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস) দিয়ে গাড়ি চালানোকে উৎসাহিত করতে চাইছে সরকার।
এখন দেশে মোট গ্যাসের পাঁচ শতাংশ ব্যবহার হচ্ছে সিএনজি খাতে। এতে দৈনিক অন্তত ১৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজিতে ব্যবহার হচ্ছে। যা দিয়ে কম্বাইন্ড সাইকলে বিদ্যুৎ কেন্দ্রে ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।