Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় ৩ নবজাতক মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার অবহেলায় যমজ দুই নবজাতকসহ ৩ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে রোগীর স্বজনদের বাকবিতন্ডা হয়েছে। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে শিশুদের ডায়রিয়া, আমাশয়, সর্দি, জ্বর ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে গতকাল অর্ধশতাধিক শিশু হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গতকাল সকালে সদর উপজেলার সৈয়দপুর গ্রামের সাহাবুদ্দিনের দুই যমজ নবজাতকের মৃত্যু হয়। এছাড়া আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের ৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ চিকিৎসার অবহেলার কারণে তাদের মৃত্যু হয়েছে। বার বার ডাক্তারদেরকে অনুরোধ করার পরও তাদের শিশুদের চিকিৎসা প্রদান করা হয়নি। শিশু ওয়ার্ডে শুধুমাত্র নার্স এবং আয়ারাই চিকিৎসা দিচ্ছেন। এছাড়া ঔষধপত্র কিছুই দেয়া হচ্ছে না হাসপাতাল থেকে। স্যালাইন সংকটও রয়েছে। আর যে কটি রয়েছে তাও আবার মেয়াদোত্তীর্ণ। গতকাল সরজমিন গিয়ে দেখা যায় সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্স, আয়ারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। তিল ধারণেরও জায়গা নেই। অনেকেই শিশুদের নিয়ে নিচে বিছানা করে পড়ে আছেন।