Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাতছড়ির বনাঞ্চলে বৃক্ষ নিধন ও অপরিকল্পিত বালু উত্তোলনের প্রতিবাদে বাপা’র মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলে নির্বিচারে বৃক্ষ নিধন, অপরিকল্পিত বালু উত্তোলন ও চা বাগান এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে দেউন্দির ‘প্রতীক থিয়েটার’ আয়োজিত চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন পাইকপাড়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনÑবাপা জেলা শাখার সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল, যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন, শাবিপ্রবি’র সহযোগী অধ্যাপক রেদোয়ান আহমেদ, আদিবাসী নেতা কাঞ্চন পাত্র, স্বপন সাঁওতাল, সুরমা বাগানের টিলাবাবু বাসুদেব কৈরী প্রমুখ। সভা পরিচালনা করেন প্রতীক থিয়েটারের সভাপতি ডাঃ সুনীল বিশ্বাস। সভায় বক্তাগণ বলেন, সাতছড়ি উদ্যান দেশের একটি অমূল্য সম্পদ। আমরা কিছু সংখ্যক অপরিণামদর্শী রাজনৈতিক নেতৃত্ব ও অসাধু বনরক্ষীদের লোভী আচরণের কারণে সাতছড়ি বনটি হারাতে চলেছি। তাই এখনই সাতছড়ি ও আশপাশের এলাকায় অপরিকল্পিত বালু উত্তোলন, বৃক্ষ নিধন ও বনাঞ্চলে মাদক ব্যবসা বন্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।