Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রথম আলো’র চিত্রশিল্পী মাসুক হেলাল হবিগঞ্জ আসছেন

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও আলিফ সোবহান বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতির আমন্ত্রণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রথম আলো পত্রিকার সিনিয়র চিত্রশিল্পী ও সাংবাদিক ‘মাসুক হেলাল’ হবিগঞ্জে আসছেন। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আগামী ২৪ আগষ্ট বাহুবল উপজেলার আলিফ সোবহান বিশ্ববিদ্যালয় কলেজে, বঙ্গবন্ধুর উপর একটি চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে মাসুক হেলাল শিক্ষার্র্থীদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্রকর্ম এঁকে দেখাবেন। এছাড়াও তিনি হবিগঞ্জের গুংগিয়াজুড়ি হাওরের মানুষের জীবন, প্রকৃতি ও পরিবেশ অবলোকনের জন্য, হাওর পরিদর্শন করবেন। হবিগঞ্জের চা বাগান ও চা শ্রমিকদের জীবন-যাপন কাছ থেকে দেখার জন্য তিনি, চা বাগানগুলো পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। আগামী তিন দিন তিনি হবিগঞ্জে অবস্থান করবেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনষ্টিটিউট থেকে ১৯৮৭ সালে বের হওয়া মাসুক হেলাল দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র আর্টিষ্ট ও সিনিয়র সাংবাদিক। তিনি তার সৃজনশীল কর্মকান্ডের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে এযাবৎ ১২ বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত হন। তারমধ্যে চলচিত্রে হুমায়ন আহমেদের ‘আগুনের পরশমণি’, শাহরিয়ার কবিরের ‘৭১ এর যিশু’ সহ গুরুত্বপূর্ন চলচিত্রে শিল্প নির্দেশনার জন্য পাঁচ বার জাতীয় পুরস্কার প্রাপ্ত হন।