Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর হাসপাতালে ১ দিনে অর্ধশতাধিক শিশু ও বৃদ্ধা ভর্তি ॥ ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে

স্টাফ রিপোর্টার ॥ মেঘলা আকাশ রোদেলা বৃষ্টি, আবহাওয়ার পরিবর্তন। ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ১ দিনে অর্ধশতাধিক শিশু ও বৃদ্ধা ভর্তি হয়েছে। গত কয়েকদিনে টিপটিপ বৃষ্টি ও রোদের কারণে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, সর্দিসহ বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। এ সব রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক রোগী গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত ভর্তি হয়েছে। গতকাল সরজমিনে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় এসব রোগে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হয়েছে। পর্যাপ্ত পরিমাণ বেড না থাকায় রোগীদেরকে মেঝেতে ঠাই নিতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালে খাবার স্যালাইন ছাড়া আর কিছুই মিলছে না। সব ঔষধ বাহির থেকে কিনতে হচ্ছে। এ ব্যাপারে ডাক্তার মহসিন করিম জানান, ঠিকমতো স্যালাইন ও ঔষধ খেলে রোগীরা সুস্থ হয়ে যাবে।