Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ নয়

এক্সপ্রেস ডেস্ক ॥ সম্প্রতি ভারতের রাজধানী নয়া দিল্লির এক আদালত পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না  বলে রায় দিয়েছে।
এক নারীর আত্মহত্যার ঘটনায় তার স্বামীকে অভিযুক্ত করে দায়ের করা মামলার রায়ে আদালত এই রায় দেন। স্বামীর পরকীয়া প্রেমের কারণে ও নির্যাতনের ফলে ওই নারী মানসিকভাবে ভেঙে পড়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। তবে তার স্বামীকে খালাস দেওয়া হয়েছে। দিল্লির অতিরিক্ত দায়রা আদালতের বিচারক মনোজ জৈন বলেন, ‘অবৈধ সম্পর্কে জড়ানোর বিষয়টি অবশ্যই স্ত্রীর প্রতি ওই ব্যক্তির বিশ্বাসঘাতকতার প্রমাণ রাখে। তবে অনৈতিক কাজ হলেও ফৌজদারি আইন অনুযায়ী এটি কোনভাবেই শাস্তি যোগ্য অপরাধ বলে গণ্য হবে না। স্বামীর এই অবৈধ প্রেমের সম্পর্ক তার স্ত্রীকে অবশ্যই তালাক পাওয়ার সুযোগ করে দিতো। কিন্তু এই সম্পর্কের মাধ্যমে কোনভাবেই ওই ব্যক্তি তার স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করেনি।’
২০১১ সালের মাঝামাঝি ওই নারী আত্মহত্যা করেন। এরপর তার ভাই অভিযোগ করেন, স্বামীর অবৈধ প্রেমের সম্পর্ক ও তার নির্যাতনের কারণেই তার বোন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তবে বিচারক বলেন, বাদি পক্ষ নির্যাতনের পর্যাপ্ত প্রমাণ দেখাতে পারেননি।