Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জাতীয় পার্টির মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী নারী-শিশু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অধ্যাপক আবিদুর রহমানের সভাপতিতে ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক এডঃ শিবলী খায়ের, আব্দুস সালাম মেম্বার, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন চৌধুরী, জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রিপন আহমেদ, ফটিক খান, মাধবপুর উপজেলা সভাপতি কদর আলী মোল্লা, আমরুল ইসলাম, আব্দুল করিম, বানিয়াচং উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক পিয়ানুর হাসান, বাহুবল উপজেলা যুব সংহতির আহ্বায়ক মাসুক আহমেদ, শায়েস্তাগঞ্জ পৌর যুব সংহতির আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহেদ প্রমূখ।
মানববন্ধনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান বলেন, পল্লীবন্ধু এরশাদের শাসন আমলে দেশের মানুষ সুখে শান্তিতে ছিলেন। পরবর্তীতে ২টি দল বার বার ক্ষমতায় এসে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। এক দিকে লুটপাট অন্য দিকে সন্ত্রাসী কর্মকান্ড দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি বলেন, এতো দিন দেশে ছিল ঘুম আর খুনের রাজনীতি। এখন শুরু হয়েছে শিশু হত্যা ও নারী নির্যাতনের রাজনীতি। এ থেকে মায়ের গর্ভের শিশুও রক্ষা পাচ্ছে না। তিনি অনতিবিলম্বে দেশব্যাপী নারী-শিশু হত্যা ও নির্যাতন বন্ধ করতে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান। অন্যথায় জাতীয় পার্টির নেতাকর্মী দুর্বার আন্দোলনে নামতে বাধ্য হবে। মানববন্ধনে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।