Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের গ্রামীণ পাকা সড়কগুলোর বেহাল দশা

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গ্রামীণ পাকা সড়কগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। এলজিইডির অর্থায়নে নির্মিত সড়কগুলো সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। উপজেলা সদরের সাথে ১৩টি ইউনিয়নের সংযোগ সড়ক এবং ইউনিয়ন পরিষদের সাথে প্রত্যন্ত অঞ্চলের সংযোগ রক্ষাকারী কাঁচা-পাকা রাস্তাগুলোর অধিকাংশেরই ভেঙ্গে পাকা চিহ্ন মুছে গেছে। একদিকে নির্মাণের সময়ই দু’নম্বরী অপরদিকে দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় সড়ক আর সড়ক নেই। এতে সাধারণ মানুষ সহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, নবীগঞ্জ উপজেলা সদরের সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো গত এক যুগেও সংস্কার হয়নি। রাস্তায় ইটের খোয়া উঠে গিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আউশকান্দি, গোপলার বাজার থেকে ডেবনা ব্রীজ, বাংলা বাজার থেকে গোপলার বাজার, কাজির বাজার থেকে নবীগঞ্জ, এনাতগঞ্জ থেকে বান্দের বাজার, গোপলার বাজার থেকে সরকার বাজার পর্যন্ত গ্রামীণ রাস্তাগুলো খানাখন্দে পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এদিকে দেবপাড়া ইউনিয়ন অফিসের সামন যেন বিজনা নদী বয়ে গেছে।
এলজিইডি ছাড়াও বিভিন্ন এনজিও, কাবিখা ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে করা রাস্তা-ঘাটের সংস্কার বা উন্নয়নে হাত দেয়া হয় না বহুদিন ধরে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা এলজিইডি প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে বলেন, উপজেলার অধিকাংশ পাকা সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তিনটি প্রকল্পে ভাগ করে বেশ কয়েকটি রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।