Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে শিশু নারীদের জন্য সমন্বিত পরিকল্পনা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে শিশু ও নারীদের জন্য সমন্বিত পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বানিয়াচঙ্গ উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটি ক্ষমতায়ন কর্মসূচির (এলসিবিসিই) শিশু ও নারীদের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহনের লক্ষ্যে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রায়হানুল হারুন। সেমিনারের শুরুতে বক্তব্য রাখেন ইউনিসেফ প্রতিনিধি খন্দকার লুৎফুল খালেদ ও হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। উপজেলা শিশুদের জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নের গাইড লাইন ও ছক উপস্থাপন করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সমন্নয়কারী মোঃ আরিফ আলী মন্ডল। দলীয় আলোচনার ভিত্তিতে খসড়া পরিকল্পনা ও বাজেট প্রনয়ন করেন সরকারের বিভিন্ন দপ্তর ও স্থানীয় সরকার প্রতিনিধিগণ। উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবিনা আশরাফি লিপি, ডাঃ পঙ্কজ গোস্বামী, ইউ.পি চেয়ারম্যান মোঃ হায়দারুজ্জামান খান, চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওছার শোকরানা, পরিবার পরিকল্পনা কর্মকর্ত মোঃ কুতুব উদ্দিন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা রহিমা বেগম, পিআইও মেহেদী হাসান টিটু, আনসার ভিডিপি ইন্সট্রাক্টর আফসানা আঞ্জুম, সাব ইন্সপেক্টার আবুল কাসেম, ব্র্যাক উপজেলা সমন্বয়কারী মোঃ মহসীন উদ্দিন, পরিসংখ্যান সহকারী মোঃ ছাবের হোসেন চৌধুরী, মা-মনি’র শাহ মোঃ জাহাঙ্গীর আলম, ইউনিসেফ কেটস প্রজেক্টর-এর কো-অর্ডিনেটর রাজু আহমেদ, প্রকৌশলী মোঃ আমীর ফয়ছল, এফআইভিডিবির সুজিত কুমার বৈষ্ণব, সমাজকর্মী মোঃ রেজাউল হক, এলসিবিসিই উপজেলা কর্মকর্তা দেবাশীষ চৌধুরী প্রমুখ।