Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ হিন্দু ধর্মলম্বীদের মনষা পূজা ॥ প্রতিমা বিক্রির ধুম

এম এ আই সজিব ॥ আজ মঙ্গলবার হিন্দু ধর্মলম্বীদের মনষা পূজা। আর এ পূজাকে ঘিরে কারিগরেরা কাটাচ্ছেণ ব্যস্ত সময়। গ্রামে-গঞ্জের বাড়িতে বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হওয়ায় এ পূজার আমেজ থাকে অন্য রকম। সবাই ব্যস্ত রয়েছেন পূজার প্রস্তুতি নিয়ে। জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় ছোট বড় সবাই এখন পূজার কাজে ব্যস্ত।
কথা হয় বানিয়াচং উপজেলার সুবিদপুর গ্রামের পূজারী অপূর্ব চক্রবর্তীর সাথে। তিনি জানান, অন্য বছরের তোলনায় এ বছর পূজা বেশ জমজমাট হবে। বর্তমান সরকার সকল ধর্মের নিরাপত্তা প্রদান করায় আমরা সকল পূজার ন্যায় এ পূজাও সুন্দরভাবে সম্পাদন করতে পারব। মনষা পূজার আয়োজক একই উপজেলার হারুনী গ্রামে অধীর দাস জানান, মঙ্গলবার সকাল বেলা পূজা শুরু হবে। এর পর দুপুরে অনুষ্ঠিত হবে অঞ্জলী প্রদান। সবশেষ বিকেলে বক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।
এদিকে, মনসা পূজাকে ঘিরে জেলার অনেক এলাকায় বসেছে প্রতিমা তৈরীর হাট। অনেককে আবার নৌকায় করে প্রতিমা বিক্রি করতে দেখা গেছে। প্রতিমা তৈরীর কারিগর রঞ্জিত বলেন, অন্য বছরের তোলনায় এ বছর অনেক বেশি প্রতিমা তৈরী করেছি। কারণ এ বছর অগ্রিম অর্ডায় পেয়েছি অনেক বেশি।
অন্য এক প্রতিমা ভাস্কর বিকাশ পাল বলেন, এক মাস ধরে আমরা এই প্রতিমা তৈরি করছি। এক একটি প্রতিমার দাম ধরা হয়েছে ৬শ টাকা থেকে শুরু করে ১৫শ টাকা পর্যন্ত। তিনি বলেন, প্রতিমা তৈরীর উপকরণ যেমন পাঠ, রং সুতার দাম বেশি হওয়ায় অন্য বছরের তোলনা এ বছর প্রতিমা তৈরীতে খরচ বেশি পড়েছে।
প্রতিমা কিনতে আসা প্রদীপ দাস জানান, অন্য বছরের তোলনায় এ বছরের মূর্তি সুন্দ্র তবে দাম একটু বেশি।