Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত রিক্সা চালককে ২ মাসের দণ্ড

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের ছাত্রীদেরকে ইভটিজিং করার অভিযোগে মনির হোসেন (৩৫) নামে এক রিক্সা চালককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত রিক্সা চালক হচ্ছে-সদর উপজেলার সুলতানশী গ্রামের মৃত আব্দুল ওয়াহাব এর পুত্র মনির হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-স্কুল ছুটির পর রিক্সা চালক মনির হোসেন স্কুলের প্রধান ফটকে রিক্সায় বসে আরো দুই যুবককে নিয়ে প্রতিদিনই ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে। গতকালও একই সময়ে সে এবং তার আরো দুই সহযোগীকে নিয়ে উত্ত্যক্ত করে। স্কুল ছুটি হলে তারা ছাত্রীদেরকে নানান রকম অঙ্গভঙ্গি করতে থাকে এবং অশ্লীল কথাবার্তা বলে। তখন স্কুলের ছাত্র-ছাত্রীরা তাদেরকে আটক করে গণধোলাই দেয়। এক পর্যায়ে দুই যুবক পালিয়ে গেলেও রিক্সা চালককে আটক করে রাখে শিক্ষার্থীরা। খবর পেয়ে সদর থানার এস আই ছানাউল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিক্সা চালকে উপজেলা নির্বাহী অফিসার আশপাকুল হক চৌধুরীর কাছে হাজির করলে ভ্রাম্যমান আদালত স্থাপন করে তাকে দুই মাসে কারাদণ্ড প্রদান করেন। গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পালিয়ে যাওয়া দুই যুবক বহুলা গ্রামের বলে জানা গেছে।