Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে নাহিদা খুনের ঘটনায় বরগ গ্রাম এখন পুরুষ শুন্য

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নে দক্ষিণ বরগ গ্রামে নাহিদা খুনের ঘটনায় গ্রামের একাংশ পুরুষ শুন্য হয়ে পড়েছে। নারী-শিশুরা ভয়ে রাত্রিযাপন করছে। গত শনিবার দুপুরে একটি দিঘি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে খুন হয় নাহিদা। এ ঘটনায় নাহিদার মামা আব্দুর রহিম বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর  পুলিশ অভিযানে গ্রাম ছেড়ে পালিয়েছে অধিকাংশ মানুষ। এ ঘটনায় পুলিশ  ১২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরগ গ্রামের আব্দুল মালেক ও ইউপি সদস্য মহিউদ্দিন মদিন মিয়ার মধ্যে গত এক বছর ধরে একটি দিঘী নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত দু’মাসে উভয়ের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার দুপুরে এ বিরোধের জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুল মালেকের ভাগনী একই গ্রামের মৃত মাওলানা আশ্রব আলীর মেয়ে নাহিদা (১২) দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হয় । এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ জলিল (৪০) আবু মিয়া (৬০), আফিল উদ্দিন (৪০), শাহাজূুল (২০), আলামিন (২৫), ফাইজুল (২৮), মনুমিয়া (২৫), মোশারফ (২৬), নজরুল (৪০), হাফিজুল (২৫) ও বেলাল (২০)সহ ১২ জনকে আটক করে। সরজমিনে গ্রামে গিয়ে অস্বাভাবিক পরিস্থিতি দেখা গেলেও আসামি পক্ষের কোন পুরুষ লোককে দেখা যায়নি। গ্রেপ্তার এড়াতে তারা গা ডাকা দিয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকেই গ্রামে আরো অঘটনের আশংকা করছেন।