Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লার পরিবার

এক্সপ্রেস ডেস্ক ॥  জামায়াত নেতা কাদের মোল্লার সাথে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তার স্ত্রী, দুই পুত্র ও চারকন্যা। আদালত আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজ করে দেয়ার পর প্রধান বিচারপতিসহ পাঁচ বিচারপতি স্বাক্ষরসহ আদেশের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌছার পর কাদের মোল্লার পরিবারের সদস্যদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডাকেন কারা কর্তৃপক্ষ । গতকাল বৃহস্পতিবার রিভিউ আবেদন গ্রহণযোগ্যতার প্রশ্নে এবং রিভিউয়ের মূল আবেদনের (অন মেরিট) শুনানি শেষে এ আদেশ দেন আপিল বিভাগের ৫ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। এর আগে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির পর মঙ্গলবার রাতে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ফাঁসি কার্যকরে স্থগিতাদেশ দেন। এরপর বিষয়টি আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের রায় কার্যকর নিয়ে আইন মন্ত্রণালয়ে বৈঠকে বসেছেন সংশ্লিষ্টরা। বৈঠকে অংশ নিচ্ছেন- নির্বাচনকালীন সরকারের আইন উপদেষ্টা ব্যারিস্টার শফিক আহমেদ, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার কাদের মোল্লার মৃত্যুদন্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার পর দুপুরে নির্বাচনকালীন সরকারের আইন উপদেষ্টা ব্যারিস্টার শফিক আহমেদের দফতরে বৈঠকে বসেন তারা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদন্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ)আবেদন খারিজ করার পর কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পথে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।