Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বাউল কল্যাণ সমিতি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা বাউল গান ও সাংস্কৃতিক অঙ্গনের ভক্তদের সমন্বয়ে গতকাল নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে এক মিলন মেলা বসে। উক্ত মিলন মেলায় নবীগঞ্জ উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের বাউল গানকে উজ্জীবিত করে তুলতে বাউল কল্যাণ সমিতি গঠনের সিন্ধান্ত হয়। এ উপলক্ষে ইউপি মেম্বার আবদাল মিয়ার সভাপতিত্বে ও গীতিকার এম মুজিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার ও বিটিভির গীতিকার সমাজ সেবক লন্ডন প্রবাসী আব্দুল মুকিত। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম এ আহমদ আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ম অহবায়ক রাব্বি আহমদ চৌধুরী মাক্কু। এতে বক্তব্য রাখেন, ওয়ারিছুর রহমান তালুকদার, সামছুদ্দিন রানা, মো: এখলাছুর রহমান আজাদ, সুলেমান মিয়া মেম্বার, রঞ্জু দেব, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী আব্দুল মুকিত, দবির মিয়া ভান্ডারী, সাংবাদিক বুলবুল আহমদ, লেবু মিয়া ভান্ডারী, আবুল কালাম, মো: কাছন মিয়া, বিরহী রাজু, সদরুদ্দিন চৌধুরী, আলফু শাহ, আব্দুল ওয়াদুদ ইমন, শিল্পী আব্দুল মতিন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে নবীগঞ্জ বাউল কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাচিত কর্মকর্তারা হলেন, গীতিকার লন্ডন প্রবাসী আব্দুল মুকিতকে আহবায়ক, গীতিকার ও সাংবাদিক এম মুজিবুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক সামছু মিয়া ও কন্ঠ শিল্পী এখলাছুর রহমান আজাদ।