Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে জাতীয় শোক দিবস পালিত

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করে আওয়ামীলীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করা হয়েছিল। ওই হামলায় আওয়ামীলীগের ২৩ নেতাকর্মী মারা গেছেন। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ আবার ঘুরে দাড়িয়েছে। দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে খাদ্য স্বয়ংসম্পন্নতা অর্জন করেছে। গতকাল শনিবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক র‌্যালী শেষে জাতিয় শোক দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপুর পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, পৌর আওয়ামীলীগ সম্পাদক আশরাফুল ইসলাম টিটু, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাসগুপ্ত, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, প্রেসক্লাব সেক্রেটারী মিজানুর রহমান প্রমুখ। এদিকে মাধবপুর উপজেলা বেবীট্রেক্সি সমবায় সমিতির শ্রমিক কর্মচারীরা সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিলের আয়োজন করেন।