Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শত্র“তার নমুনা : মাধবপুরে কৃষক বদু মিয়ার সর্বনাশ

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এক কৃষকের জমির তরমুজ নষ্ট করেছে দুর্বৃত্তরা। শত্র“তার জের ধরে আর্থিক ক্ষতিসাধন করতেই প্রতিপক্ষের লোকজন ক্ষেতের তরমুজ নষ্ট করেছে বলে দাবী করছেন-হরিণখোলা গ্রামের কৃষক বদু মিয়া। রাতের আধারে এক বিঘা জমির তরমুজ কুপিয়ে ও গাছ উপড়ে নষ্ট করে ফেলে এবং ক্ষেতে বিষাক্ত কেমিক্যাল ছিটিয়ে তরমুজ গাছ নষ্ট করে দেয়া হয়েছে বলে তিনি জানান। ক্ষতির শিকার কৃষক বদু মিয়া জানান, গত ২ মাস আগে হরিনখোলা গ্রামে তার জমিতে চায়না জেসমিন-২ জাতের মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজের চাষ করেন। এক বিঘা জমিতে তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। তরমুজের ফলন হয়েছিল আশানুরূপ। গত বুধবার রাতে দুর্বৃত্তরা তরমুজ ক্ষেতে ঢুকে ফলন্ত তরমুজ গাছ থেকে ছিড়ে ও কুপিয়ে কেটে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যায়। এক বিঘা জমিতে প্রায় ২ হাজার কেজি তরমুজের ফলন হয়েছিল বলে বদুর ধারণা। এ সর্বনাশা ক্ষতির কারণে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। সপ্তাহ খানেক পরেই এ তরমুজ জমি থেকে উত্তোলন করে বাজারজাত করার কথা ছিল। গ্রামে কৃষক বদু মিয়ার কারো সঙ্গে তেমন বিরোধ ছিল না। তবে তার পার্শ্ববর্তী সাতপাড়া গ্রামের এক কৃষকের সাথে যৌথভাবে তিনি তরমুজ চাষাবাদ করেছিলেন। নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় এক সালিস বৈঠকে সমঝোতার মাধ্যমে ওই অংশিদারকে অংশিদারিত্ব থেকে বাদ দেওয়া হয়। এ কারণে তার আশংকা হয়তঃ তার পূর্বের অংশিদারই ক্ষুব্ধ হয়ে সে নিজে অথবা কাউকে দিয়ে তার এই সর্বনাশা ক্ষতি করিয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।