Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মানব পাচারকারীদের কবল থেকে দেশে ফিরেছে বানিয়াচংয়ের হৃদয়

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার পৈলাকান্দি ইউনিয়নের কুমড়ী গ্রামের হৃদয় নামের এক যুবক সাড়ে ৭ মাস পর ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরেছে। গত বুধবার ইন্দোনেশিয়া ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সহযোগীতায় সে দেশে ফিরে আসে। সূত্র জানায়, উন্নত জীবন যাপন ও মোটা অংকের বেতনের চাকুরীর আশ্বাস দিয়ে গত জানুয়ারীতে বানিয়াচঙ্গ উপজেলার কুমড়ী  গ্রামের আব্দুর রহমানের পুত্র হৃদয় (১৭)কে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম কদম চাল গ্রামের  সামছু মিয়ার পুত্র আদম বেপারী স্বপন মালশিয়া পাঠানোর কথা বলে কক্সবাজারে সমুদ্র দিয়ে মায়ানমারে পাচার করে। সেখানে হৃদয় এক বেলা দু’মুঠো ভাত আর এক গ্লাস পানি খেয়ে প্রায় ২ মাস জীবন যাপন করে। পরবর্তীতে দালাল চক্র তাকে থাইল্যান্ড পাঠায়। সেখানে একই অবস্থায় ২ মাস পার করে। এর মধ্যে দালাল চক্রের সদস্যরা থাইল্যান্ডে হৃদয়কে রেখে নির্যাতন করে তার  বাবা সাথে কথা বলায়। এ সময় দালালরা তাকে জানায়, তার বাবাকে আড়াই লাখ টাকা পাঠানো জন্য। আড়াই লাখ টাকা পাঠালে মালয়েশিয়া পাঠানো হবে। অন্যথায় তোকে হত্যা করা হবে। এ অবস্থায় হৃদয় মিয়া তার বাবাকে ফোন করে দালাল স্বপনকে আড়াই লাখ টাকা দিতে বললে হৃদয়ের বাবা আব্দুর রহমান জমি-জমা বিক্রি করে ২ লাখ ২০ হাজার টাকা দেন। এরপর দালাল চক্র তাকে ইন্দোনেশিয়া পাঠায়। সেখানে হৃদয় পাগলের মতো ঘুরাফেরা করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে সেখানকার রেডক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ তাকে থানা থেকে নিয়ে চিকিৎসা করান এবং রেডক্রিসেন্টের অধিনে হৃদয় প্রায় সাড়ে ৩ মাস সেখানে অবস্থান করে। গত বুধবার ইন্দোনেশিয়ার রেডক্রিসেন্ট এর কর্মীরা বাংলাদেশ রেডক্রিসেন্টের সাথে যোগাযোগ করে তাকে দেশে পাঠায়। বাংলাদেশ রেডক্রিসেন্টের কর্মকর্তা আসাদুজ্জামান রাকিব তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রিসিভ করে বুধবার রাতে হবিগঞ্জে নিয়ে আসেন। গতকাল দুপুরে হবিগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম সাংবাদিকদের কাছে হৃদয়কে নিয়ে আসেন। এ সময় হৃদয় তার উপর বর্বর নির্যাতনের কথা স্বীকার করে তার মতো ভবিষ্যতে এভাবে বিদেশ না যাওয়ার জন্য আহ্বান জানায়। জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম বলেন, আদম পাচারী ও দালালদের খপ্পরে পড়ে গ্রামের কোন সহজ সরল লোকজন যেন প্রতারণার শিকার না হন এ ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে। পরে হৃদয়কে তার পরিবারের কাছে সমজিয়ে দেয়া হয়। এ সময় রেডক্রিসেন্ট সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।