Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে পুলিশ সুপারের আশ্বাসে পরিবহণ শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা অটোরিক্সা টেম্পু সমবায় সমিতির সদস্য ও চালকদের উপর হামলার প্রতিবাদে ও দোষিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে মাধবপুর উপজেলা টেম্পু অটোরিক্সা শ্রমিক ও মালিক সমবায় সমিতি। গতকাল বুধবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপর শ্রমিক ও মালিকরা এ মানববন্ধন অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র উপস্থিত শ্রমিক ও মালিকদের আশ্বস্থ করে বলেন, কোনো নৈরাজ্য সহ্য করা হবে না। যারা সন্ত্রাসী কায়দায় সমিতির সদস্যদের কুপিয়ে রক্তাক্ত জখম করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এর সঙ্গে জড়িত চিহ্নিতদের দ্রুত গ্রেফতারের জন্য মাধবপুর থানা পুলিশকে নির্দেশ দেন তিনি। উচ্ছেদের জায়গায় যারা বিভিন্ন সংগঠনের নামে সরকারি জায়গা দখলের চেষ্টা করছে তাদেরকে সরে যাওয়ার জন্যও নির্দেশ দেন তিনি। পুলিশ সুপারের আশ্বাসের প্রেক্ষিতে গত মঙ্গলবার থেকে অটোরিক্সা শ্রমিক ও মালিক সমিতির আহ্বানে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট শ্রমিকরা প্রত্যাহার করে নেয়। মাধবপুর উপজেলা টে¤পু অটোরিক্সা শ্রমিক সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়া বলেন, গত এক মাস ধরে কতিপয় লোক শ্রমিক পরিচয়ে টেম্পু অটোরিক্সা সমবায় সমিতির অফিস দখলের চেষ্টা ও ভাংচুরের চেষ্টা চালায়। গত সোমবার বিকেলে অটোরিক্সা সড়ক পরিবহনের পরিচয়ে শ্রমিক নামধারী কতিপয় লোক অস্ত্রশস্ত্র নিয়ে নিরীহ শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায়। এতে শ্রমিক শ্রীচরন সরকার ও খোকন মিয়া মারাত্মক রক্তাক্ত জখম হয়।  এর মধ্যে শ্রীচরণকে ঢাকা মেডিকেলে আশংকা জনক অবস্থায় নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন গোল্ডেনকে প্রধান আসামী করে মাধবপুর থানায় মামলা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। অটোরিক্সা মালিক সমিতির সভাপতি শমসু মিয়া ও শাহ মোঃ সেলিম জানান, পুলিশ সুপার শ্রমিকদের নিরাপত্তা ও দোষিদের দ্রুত গ্রেফতারের আশ্বাসে শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করা  হয়েছে। আজ বৃহষ্পতিবার থেকে উপজেলার প্রতিটি আঞ্চলিক সড়কে অটোরিক্সা চলাচল করবে।