Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে আরডি হলে দিনব্যাপী আউটসোসিং এর কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ বিএসএস’র আউটসোর্সিং এর উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত। শহরের আরডি হল প্রাঙ্গণে গতকাল বুধবার বিকাল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিএসএস এর প্রতিষ্টাতা এবং সিইও জালাল মোহাম্মদ শামীম এর সভাপতিত্বে এবং নাজমুল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তথ্য-প্রযুক্তিবিদ ও সার্কেল’র সিইও সাইফুর রহমান খান, নাজমুল হোসেন চৌধুরী রিজোনাল হেড, বিএসএস। এই দিনব্যাপি আউটসোসিং কর্মশালায় প্রশ্ন উত্তর পর্বে অংশ নিয়েছিলেন আউটসোর্সি করতে আগ্রহি শিক্ষার্থিবৃন্দ। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসএস এর প্রতিষ্ঠাতা জালাল মোহাম্মদ শামীম, তথ্য-প্রযুক্তিবিদ সাইফুর রহমান খান ও নাজমুল হোসেন চৌধুরী। এছাড়াও দিনব্যাপি আউটসোর্সি কর্মশালায় বিভিন্ন কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দেশের যুব সমাজ পড়ালেখা করে চাকুরী জন্য না ঘুরে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আয় করছে এবং স্বাবলম্বী হচ্ছে। তিনি আর বলেন, এখন মানুষ বিদেশ না, তথ্য-প্রযুক্তির মাধ্যমেই অনলাইনে দেশে বসে আয় করছে বৈদেশিক মুদ্রা। বিশেষ অতিথি সাইফুর রহমান খান তার বক্তৃতায় বলেন, পৃথিবীর মধ্যে আউটসোসিং’র কাজে  ঢাকা এখন তৃতীয় স্থানে রয়েছে। এদেশের প্রায় ৩ লাখ লোক অনলাইনে আয় করছে। বিএসএস হবিগঞ্জে আউটসোসিং প্রশিক্ষণ’র মাধ্যমে দক্ষ জনবল তৈরি করছে যা বেকারত্ব দুরীকরণে ভুমিকা পালন করছে। বিএসএস প্রতিষ্ঠাতা জালাল মোহাম্মদ শামীম তার বক্ততায় বলেন, বিএসএস হবিগঞ্জে ট্রেনিং প্রধান করে দক্ষ জনশক্তি তৈরি করছে এবং ট্রেনিং শেষে তাদের সাথে কাজ করার সুযোগ তৈরি করে দিচ্ছে। যা বেকারত্ব দুরীকরণে উল্লেখযোগ্য ভুমিকা পালন করছে।