Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সরকারি রাস্তায় চলাচলে বাধা ॥ জনগণের চরম ভোগান্তি

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়রেন কমলপুর গ্রামে একটি সরকারি রাস্তায় চলাচলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাস্তায় চলাচল করতে না পেরে ছাত্র-ছাত্রী, কৃষকসহ এলাকাবাসী চরম ভোগান্তির মধ্যে পড়েছে। একটি প্রভাবশালী পরিবার ইছচ্ছাকৃতভাবে সরকারি রেকর্ডীয় রাস্তা দীর্ঘদিন ধরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তায় পুকুর খনন করার অভিযোগ উঠেছে। এ নিয়ে দীর্ঘ দিন ধরে গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে সংঘাতের আশংকা দেখা দিয়েছে। কমলপুর গ্রামের আব্দুল আওয়াল নামে এক মাতব্বর জানান, একই গ্রামের রেনু মিয়া গত কয়েক বছর ধরে সরকারি রাস্তার অংশে পুকুর কেটে জনচলাচলে বাধা দিয়ে রেখেছে। এতে কমলপুর গ্রামের শত শত মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে। এ নিয়ে গ্রামের মধ্যে সালিস বৈঠক ডাকা হলেও এর কোনো সমাধান হচ্ছে না। এ অভিযোগ অস্বীকার করে রেনু মিয়া সরকারি রাস্তা স্বীকার বলেন, এ রাস্তা দিয়ে জনগণের চলাচল করতে তার কোনো বাধা নেই। বরং গ্রামবাসীদের কথায় সরকারি রাস্তার বদলে ওই পরিমাণ রাস্তা তার ব্যক্তিগত জমি থেকে দিয়েছিলেন। কিন্তু গ্রামবাসী যদি এখন সরকারি রাস্তা নিতে চায় তা দিতে প্রস্তুত রয়েছেন তিনি। চৌমুহনী ইউনিয়নে চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, সরকারি এ রাস্তাটি নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। উভয়পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।