Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ১৫ দিন ব্যাপী মহিলাদের তথ্য প্রযুক্তির বেসিক প্রশিক্ষণ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে মহিলাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ১৫ দিন ব্যাপী বেসিক প্রশিক্ষণের ১ম ব্যাচের সমাপনীতে সার্টিফিকেট প্রদান শেষে ২য় ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের লার্নিং এন্ড আর্নিং উন্নয়ন প্রকল্পের অপেন আইটির সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে মহিলাদের জন্য ১৫ দিন ব্যাপী বেসিক প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের সমাপনী সনদ প্রদান ও ২য় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বানিয়াচঙ্গ সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ বশির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে মহিলা প্রশিক্ষণার্থীদের সনদ প্রদানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রায়হানুল হারুন। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা। উপজেলা টেকনিশিয়ান কাওছার আহমদ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রশিক্ষক সামিউল আলম, প্রশিক্ষণার্থী শিক্ষক সাধনা রানী সূত্রধর, ঝুমা রানী রায়, পারভিন সুলতানা, সামিরা আক্তার প্রমুখ।