Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গ উপজেলা স্যানিটেশন সহায়ক এ্যাডভোকেসী সভা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা পর্যায়ে স্যানিটেশন সহায়ক বাজেট বরাদ্দ বিষয়ক এ্যাাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১১ টায় বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ সভাকক্ষে জিওবি-ইউনিসেফ ক্যাটস প্রকল্পের প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর উন্নয়ন সহযোগি টিম আয়োজিত এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রায়হানুল হারুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম। বিশেষ অতিথি ছিলেন ৪নং বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল খালেক, এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর মানিটরিং অফিসার মোঃ খালেকুজ্জামান। এ্যাডভোকেসীর শুরুতে স্যানিটেশনের অগ্রগতির ও প্রতিবন্ধকতা দূরিকরণে ক্যাটস প্রকল্পের কার্যক্রমের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন বানিয়াচং উপজেলা কো-অর্ডিনেটর রাজু আহমেদ। ন্যাচারাল লিডার হিসেবে বক্তৃতা করেন মেম্বার ইশ্রাব আলী, নুরুজ্জামান, সাবেক মেম্বার কাজল মিয়া, ইমদাদ হোসেন খান প্রমুখ। পূর্বাহ্নে ইউএসটি আয়োজিত ম্যাপক্যাচ প্রদর্শনী পরিদর্শন করেন সভার প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।