Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরতলীর নারায়নপুরে মহিলার লাশ উদ্ধার ॥ স্বামীই তাকে হত্যা করেছে বলে ডলির পিতা দাবী করছেন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নারায়নপুর গ্রামের বন্দেরবাড়ি এলাকার একটি পুকুর থেকে ডলি বেগম (২০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ডলি বেগম আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের লাল মিয়ার স্ত্রী এবং একই উপজেলার শিবপাশা দগগাবাড়ির সোহেল মিয়ার মেয়ে। স্বামী সন্তানসহ নিহত ডলি বেগম বন্দেরবাড়ি এলাকার অ্যাডভোকেট আশিকুর রহমানের বাড়ির ভাড়াটিয়া হিসাবে বসবাস করছিলেন। স্বামীই তাকে হত্যা করেছে বলে ডলির পিতা দাবী করছেন।
স্থানীয়রা জানায়, দুই বছর আগে লাল মিয়ার সঙ্গে ডলির বিয়ে হয়। প্রায় ৫মাস আগে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। ৩দিন আগে ৭ আগস্ট লাল মিয়া তার স্ত্রী ডলি বেগম ও সন্তান নাদিয়াকে নিয়ে নারায়নপুর বন্দেরবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে ওঠেন। এরই মধ্যে গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন বাসার পাশের পুকুরে ডলির লাশ ভাসতে দেখে হবিগঞ্জ সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, সকাল থেকেই ডলির স্বামী লাল মিয়া ও মেয়ে নাদিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে রহস্য ঘনীভূত হচ্ছে।
নিহতের বাবা সোহেল মিয়া জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ০১৯৬৪-৪৯৭৩০৫ এই নাম্বার থেকে ডলি বেগম তার সাথে শেষ কথা বলে। এর পর থেকেই ওই নাম্বার বন্ধ এবং সেও নিখোঁজ হয়। তিনি আরো জানান যে, ডলির শ্বশুর দেড় বছর আগে ডলি বেগমের ৪ ভরি স্বর্ণ বিক্রি করে দেন এ নিয়ে আজমিরিগঞ্জে উপজেলা চেয়াম্যান আতর আলী মিয়া এবং ইউনিয়ন চেয়াম্যান তাপছির মিয়া সালিসও করে দেন। তিনি অভিযোগ করে বলেন যে আমার মেয়েকে তার স্বামী মেরেছে।