Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কর্মজীবি মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের জন্য হেলথ ক্যাম্প

স্টাফ রিপোর্টার ॥ কর্মজীবি মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ৭৫০ জন উপকারভোগী মহিলা ও তাদের সন্তানদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গত রবিবার জেলা পরিষদ অডিটরিয়ামে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এাডভোকেট মো: আবু জাহির। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সিভিল সার্জন নাছির উদ্দিন ভূঁঞা, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম ও অগ্রণী ব্যাংকের ম্যানেজার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কাউন্সিলর গৌতম কুমার, জুনায়েদ আহমেদ, মোঃ আলমগীর, সালমা আক্তার চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন-সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। একজন মা সুস্থ থাকলে এবং যথাযথ পুষ্টি নিশ্চিত হলে তার সন্তানও ভাল থাকবে। একজন সুস্থ মানুষ হয়ে আজকের শিশু দেশের হাল ধরবে। তিনি বলেন-গত অর্থবছরের চেয়ে এ অর্থবছরের সরকার উপকারভোগী এবং ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করেছে।