Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিক্ষার্থীর খুনের ঘটনায় শচীন্দ্র কলেজে শোক সভা ও মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ শচীন্দ্র কলেজের একাদশ শ্রেণির ছাত্র সুমন আহমেদ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় অত্র কলেজের গভর্নিং বডি, শিক্ষকমন্ডলী, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ। এর প্রেক্ষিতে বেলা ১১ ঘটিকায় শচীন্দ্র কলেজের অধ্যক্ষ এসকে ফরাশ উদ্দীন আহমেদ শরীফীর সভাপতিত্বে কাল ব্যাজ ধারণ করে এক শোক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, সহকারী অধ্যাপক দেবল কুমার চৌধুরী, সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, প্রভাষক মানিক ভট্টাচার্য্য, প্রভাষক গৌতম সরকার, প্রভাষক লতিফ হোসেন, প্রভাষক মিহির রঞ্জন সরকার, প্রভাষক, নজরুল ইসলাম খান, প্রভাষক ফিরোজ আহমেদ, প্রভাষক তপন কুমার হীরা, প্রভাষক প্রসূন আচার্য্য পল্লব, প্রভাষক জহির আলম, প্রভাষক সুমনা দাশ এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে এম.এ রিয়াদ, সায়েম, রনজিৎ সরকার রণ প্রমুখ।
সভায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং এ নির্মম হত্যার সাথে জড়িত দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। এছাড়া কলেজের দ্রুত উন্নতির প্রতি ইর্ষান্বিত হয়ে একটি কুচক্রীমহল কলেজের অগ্রগতি বাঁধাগ্রস্থ করার জন্য কলেজে বিশৃঙ্খলা সৃষ্টির হীনলক্ষে অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সভায় এ সকল চক্রান্তকারীরও শাস্তি দাবি করা হয়।