Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হবিগঞ্জে পাসের হার ৭৪.৫৪%

স্টাফ রিপোর্টার ॥ ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় হবিগঞ্জে পাশের হার শতকরা ৭৪.৫৪ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ৭৪ জন। এর মধ্যে ছেলে ৩১ জন ও মেয়ে ৪৩ জন। এ বছর জেলার ৮ উপজেলা থেকে ১০ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী এইচএসসিতে অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে ৪ হাজার ৯৩৫ জন এবং মেয়ে ৫ হাজার ৭৩২ জন। মোট পাসের সংখ্যা ৭ হাজার ৯৩০ জন। এর মধ্যে ছেলে ৩ হাজার ৬৫১ জন এবং মেয়ে ৪ হাজার ২৭৯ জন। ছেলেদের পাশের হার শতকরা ৭৩ দশমিক ৯৮ শতাংশ এবং মেয়েদের পাসের হার শতকরা ৭৪ দশমিক ৬৫ শতাংশ।
চুনারুঘাট প্রতিনিধি জানান, চুনারুঘাটের ৫টি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় ১ হাজার ১২৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮৫৭ জন। উপজেলায় পাসের হার ৭৫.৯০। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭ জন। চুনারুঘাট সরকারি কলেজ থেকে ৬ জন এবং আমুরোড হাই স্কুল এন্ড কলেজ থেকে ১ জন। এবার চুনারুঘাট সরকারি কলেজ থেকে ৭শ ৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫শ ৪৩ জন। এ কলেজেই পাসের হার সর্ব্বোচ্চ ৭৭.২৪। গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ থেকে ২৬০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১শ ৯৭ জন। রানীগাও হাই স্কুল এন্ড কলেজ থেকে ২২জন পরীক্ষা দিয়ে ১৬ জন পাস করেছে, পঞ্চাশ হাই স্কুল এন্ড কলেজ থেকে ৬০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৯ জন। এছাড়া এ বছর প্রথম বার আমুরোড হাই স্কুল এন্ড কলেজ থেকে ৮২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬০ জন।
বানিয়াচং উপজেলার সুফিয়া মতিন মহিলা কলেজ পাশের হার সর্বোচ্চ ৯৭.৬২ শতাংশ। কলেজের ১৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৪ জন কৃতকার্য হয়েছে। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন।
জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি বৃন্দাবন কলেজ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪৮ জন। এ বছর ১ হাজার ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
বাহুবল প্রতিনিধি জানান, বাহুবলের দুইটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ৮৭৬ জনের মধ্যে ৫৭৪ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৬৫.৫৩। তন্মধ্যে মাত্র ২ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাহুবল উপজেলার মিরপুর আলিফ-সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার ৬২৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ২৫০ জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪৫ জনের মধ্যে ৪৩ জন, ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ১৭০ জনের মধ্যে ১৪৯ এবং মানবিক বিভাগ থেকে ৪১১ জনের মধ্যে ১৯২ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৬১.৩৪।
উপজেলা সদরে অবস্থিত বাহুবল কলেজ থেকে এবার মোট ২৫০ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ১৯০ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৩ জনের মধ্যে সবাই, ব্যবসা শিক্ষা বিভাগে ৩১ জনের মধ্যে সবাই এবং মানবিক বিভাগ থেকে ১৯৬ জনের মধ্যে ২টি জিপিএ ৫ সহ ১৩৬ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৭৬%।