Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আনোয়ারপুরে যুবলীগের সভায় আতাউর রহমান সেলিম ॥ ৭৫’ এর পরজিত শক্তিকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকার আহবান

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেছেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখেছিলো রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সঙ্গী হয়ে আওয়ামীলীগের নেতৃত্বে  এদেশের মানুষ তাদের রুখে দিয়েছে। আর এখন সেই পরাজিত শক্তির যারা দেশকে জঙ্গী রাষ্ট্র বানাতে চেষ্টা করছে যুবলীগের কর্মীদের বাংলার মাটিতে তাদের প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে। গতকাল শহরের আনোয়ারপুর বাইপাস সড়ক সংলগ্ন লিটল ফ্লাওয়ার স্কুলে ৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ অনুষ্টানে তিনি একথা বলেন। ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল আহাদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রতন লাল সরকারের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বোরহানউদ্দিন চৌধুরী, এলাকার বিশিষ্ট মুরুব্বী  হাজী বাহার আলী, মোঃ কিম্মত আলী, মোঃ শফিক মিয়া, মোঃ ইদ্রিছ আলী, মোঃ মকসুদ আলী, মোঃ রমজান মিয়া, মোঃ জানে আলম, যুবলীগ নেতা হাজী সামসু মিয়া, সজল রায়, বিপ্লব রায় চৌধুরী, মোঃ আব্দুর রউফ মাসুক, মোঃ শফিউল্লাহ, মোঃ ফেরদৌস আহমেদ, মোঃ ফারুক মিয়া, মোঃ মিলন মিয়া, মোঃ আফজাল চৌধুরী, পৌর যুবলীগ নেতা শফিকুজ্জামান হিরাজ, তাজউদ্দিন আহমেদ, জাহির মিয়া, সবুজ আহমেদ, মঈনউদ্দিন চৌধুরী সুমন, শফিকুল ইসলাম বাবুল, সাহেদুল ইসলাম, ইকবাল হোসেন খান, আবু সুফিয়ান, আব্দুল রকিব রনি, মোঃ দিলুয়ার, এম এ মামুন, মোঃ আলী আব্দুল্লাহ, আলাই চৌধুরী, জুয়েল রহমান, আশরাফ, বদরুল, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম শান্ত, আলী মিয়া, রাজীব, ফুয়াদ, তুষার, নুর আলম, মোঃ সামছু মিয়া, মোঃ নুরাজ মিয়া প্রমুখ। সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন জননেতা আতাউর রহমান সেলিমকে আওয়ামীলীগের একক মেয়র প্রার্থী ঘোষনার মাধ্যমে হবিগঞ্জ পৌরসভায় আগামী দিনে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করার মাধ্যমে ৭৫’ এর পরাজিত শক্তিকে নির্মূল করা হবে।