Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের প্রবেশ মুখে মুক্তিযোদ্ধা চত্বর নির্মাণ হচ্ছে

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ সড়কের ত্রিমোহনায় বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচঙ্গ এর প্রবেশ মুখে মুক্তিযোদ্ধা চত্বর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ৩নং বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পূর্ব ইউ.পি ও ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি’র যৌথ সভায় এ প্রস্তাব গ্রহন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সভার শুরুতে ৩নং বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান তার ইউনিয়নের প্রবেশদ্বারে প্রস্তাবিত চত্বরটি মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে উৎসর্গ স্বরূপ মুক্তিযোদ্ধা চত্বর বা স্বাধীনতা চত্বর নামকরণের প্রস্তাব করেন। সভায় সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা চত্বর নির্মাণে চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনকে সর্বাত্মক ও কার্যকরী উদ্যোগ গ্রহনের জন্য দায়িত্ব অর্পন করা হয়। এ ছাড়া সভায় দেশবাসীকে স্ব-স্ব অবস্থান থেকে চত্বর নির্মাণে সার্বিক সহযোগিতা ও অবদান রাখার আহ্বান জানানো হয়েছে।