Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পুরুষে পুরুষে বিয়ে!

এক্সপ্রেস ডেস্ক ॥ জ্বীন ও পরীর নির্দেশ তাই পুরুষে পুরুষে আনুষ্ঠানিক ভাবে বিয়ে সম্পাদন করা হয়েছে। কুসংস্কারে বিশ্বাস করে এমন একটি বিয়ে হয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলার দূর্গম চর এলাকা দক্ষিণ বাঁশগাড়ি গ্রামে। সেখানে গত বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে জসিম সাজীর ছেলে জুয়েল সাজীর (২৪) সঙ্গে একই গ্রামের জব্বার বেপারীর ছেলে নাজমুল বেপারীর (২০) বিয়ে পড়ানো হয়েছে।
সমাজ ও ইসলাম বিরোধী এই বিয়েতে জুয়েল বর ও নাজমুল কনে ছিল। তবে বিয়ে বাড়ির সাজসজ্জা ও খাওয়া দাওয়াসহ সকল আয়োজন থাকলেও ছিলনা বিয়ে পড়ানো কাজি। তাই শরিয়ত মোতাবেক বিয়ে পড়ানো হয় বলে জানিয়েছে গ্রামবাসী।
পরে বিষয়টি জানাজানি হলে গ্রামের সাধারণ মানুষের মধ্যে তোলপাড় তৈরি হয়। আর বিষয়টি নিশ্চিত করতে গ্রামবাসী বর কনের পরিবারকে জিজ্ঞাসা করলে প্রথমে তারা ঘটনা অস্বীকার করলেও পরে জীন ও পরীর নির্দেশ ছিল বলে এমন কাজ করেছে বলে তারা দাবী করে।
প্রত্যক্ষদর্শী আলি সরদার, লিটন বেপারী, রত্তন বেপারীসহ ১০/১২জন গ্রামবাসী জানায়, পুরো বিয়ের ভিডিও রয়েছে এবং তা মোবাইলে সব জায়গায় ছড়িয়ে পড়ছে।