Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে বিশ্ব কবির প্রয়াণ দিবসে আলোচনা সভা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে বাংলা সাহিত্য সংস্কৃতি, কৃষ্ঠি ও ভাষার অন্যতম পুরোধা বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের ৭৪তম প্রয়াণ দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ৬ আগষ্ট বিকালে ৪নং বানিয়াচং সদর দক্ষিন পশ্চিম ইউপি কমপ্লেক্স মিলনায়তনে বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সাহিত্যে নোবেলজয়ী বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা-গান, গদ্য-নাটক ইত্যাদি বিষয়ে অবদানের বিশ্লেষণী মুলক বক্তৃতা করেন জনাব আলী কলেজের প্রিন্সিপাল মোঃ সাফিউজ্জামান খান, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সুপার মোঃ বশীর আহমেদ, ৩নং বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকেশ চন্দ্র চন্দ, তারাসই সরকারী প্রাথমিক স্কুলের প্রধান রাতুল মজুমদার, রায়েরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক মোঃ আলাউদ্দিন, সমাজসেবী মোঃ কামরুল আহসান, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, টিসি বুলবুল ধর প্রমুখ।