Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহাসড়কে সিএনজি চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে ॥ পুটিজুরীতে বিশাল শ্রমিক সমাবেশ সিলেটের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধের হুশিয়ারী

এম এ আই সজিব ॥ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে ঢাকা-সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে বিশাল সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা অটোরিকশা অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন। কয়েক হাজার শ্রমিকের স্বতস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশে ৪৮ ঘন্টার মধ্যে মহা-সড়কে সিএনজি চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করা সহ কঠোর আন্দোলনের হুসিয়ারী উচ্চারণ করা হয়। সমাবেশে আগামী ৯আগষ্ট হবিগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে নিমতলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
গতকাল বুধবার দুপুর ২টার দিকে পুটিজুরীতে হবিগঞ্জ জেলা অটোরিকশা অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে হাজার হাজার  সি.এন.জি শ্রমিক অংশ গ্রহন করেন। শ্রমিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন।
হবিগঞ্জ জেলা অটোরিকশা অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন সভাপতি শাহ আশরাফ উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিফু’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান শ্রমিক নেতা মুদ্দত আলী, হবিগঞ্জ জেলা সি.এন.জি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, জেলা এলডিপি সভাপতি সৈয়দ খলিলুর রহমান, হবিগঞ্জ সদর সিএনজি শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি এডঃ মর্তুজ আলী, সহ-সভাপতি আবু হাসিব খান চৌধুরী পাবেল, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও আজমিরীগঞ্জের সভাপতি শরফি চৌধুরী, বানিয়াচঙ্গের সভাপতি সাহেদ মিয়া, উমেদনগর আঞ্চলিক শাখার সভাপতি আবদাজ হোসেন বাবুল, পাইকপারার সাভাপতি-কাজল মিয়া, নবীগঞ্জ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ইমামবাড়ি সভাপতি নুরুল আমিন, গুনুই সভাপতি আব্দুল কালাম, আউশকান্দির সভাপতি দিলখুশ মিয়া, শায়েস্তাগঞ্জের রজব আলী, শফি আহমেদ চৌধুরী, শ্রমিক নেতা আয়াত আলী, আলাল মেম্বার প্রমুখ।
সভা চলাকালে শ্রমিক-মালিকদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশ স্থল।
এ সময় সবকটি রুট কার্যত সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীদের মাঝে চরম দুর্ভোগ নেমে আসে। বাধ্য হয়ে লোকজনকে হেটে বিভিন্ন স্থানে যাতায়াত করতে দেখা গেছে।