Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে ৩ জন অগ্নিদগ্ধ হয়েছে। প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের রজব আলীর বসত ঘরের বিদ্যুতের সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটে। পরে আগুনের লিলিয়ান শিখা পাশের শহিদুল হক ও আবদাল মিয়ার ঘরে ছড়িয়ে পরে। ঘরে ঘুমন্ত থাকা টেনু মিয়া ছেলে শুভ (২০), সোহাগ মিয়া (১১) ও  আঃ হকের ছেলে আলী মিয়া (৩০) আগুনে দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আগুনে তিনটি ঘরে থাকা ধান-চাল, স্বর্ণ গয়না, নগদ টাকা ৩টি পাকাঘরের মালামাল সহ আসবাবপত্র সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। হবিগঞ্জের ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা  এসে প্রায় দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনার খবর পেয়ে, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, মিরাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।