Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রীকে বান কি মুনের ফোন

এক্সপ্রেস ডেস্ক ॥ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার ফাঁসির বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, গতকাল বুধবার বিকালে ৪টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বান কি মুনের ফোনালাপ হয়। বুধবার বিকাল ৪টার দিকে তাদের মধ্যে ফোনে কথা হয়েছে বলে পররাষ্ট্র সূত্র জানিয়েছে। ফোনালাপের বিষয় তুলে ধরে আবুল কালাম আজাদ জানান, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও কাদের মোল্লার ফাঁসির বিষয় নিয়ে প্রায় আধা ঘণ্টা কথা বলেছেন বান কি মুন। তিনি আরো জানান, ‘আলোচনার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে বিশেষভাবে সহায়তা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বান কি মুন।’ আবুল কালাম আজাদ বলেন, বেশ কিছু সময় ধরে তাঁদের মধ্যে কথাবার্তা চলে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবে অবাধ, সুষ্ঠুভাবে হবে বলে আশা প্রকাশ করেন বান কি মুন। বিরোধী দলের বর্তমান সংঘাত, সহিংসতার নিন্দাও জানান তিনি। ফোন করার জন্য বান কি মুনকে এ সময় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সৃষ্ট সঙ্কট  সমাধানে গত শুক্রবার ঢাকা আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব ওসকার ফার্নান্দেস তারানকো। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জামায়াত ইসলামী, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দলের রাজনীতিক ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। সঙ্কট নিরসনে মঙ্গলবার ও বুধবার টানা দু’দিন তার তত্ত্বাবধায়নে আওয়ামী লীগ ও বিএনপি প্রতিনিধি দল বৈঠকে করে।