Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে স্কুলে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান ॥ দুই শিক্ষার্থী আহত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং পূর্বগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কোমলমতি ছাত্র-ছাত্রীদের পাঠদান। গত ১ আগষ্ট পাঠদানের সময় ছাদের ফাটল থেকে ইট পড়ে শহিদুল ও শাবনুর নামে পঞ্চম শ্রেণীর দুই শিক্ষার্থী আহত হওয়ায় গতকাল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলেন্দু ভট্টাচার্য ভারপ্রাপ্ত ইউএনও রায়হানুল হারুন বরাবরে নতুন ভবন নির্মাণের জন্য লিখিত আবেদন করেছেন। আবেদনের অনুলিপি জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা শিক্ষা অফিসার, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউপি চেয়ারম্যান ও বানিয়াচং প্রেসক্লাব বরাবরে প্রেরণ করা হয়। আবেদনপত্রে প্রকাশ, “বিগত কয়েক বছর যাবত ছাদ দিয়ে পানি পড়ে। তাছাড়া বিভিন্ন স্থানে ফাটল ও ভিম ভেঙ্গে পড়ছে। সম্প্রতি পঞ্চম শ্রেণীর ক্লাস চলাকালীন সময়ে ভিম থেকে কিছু ইটের অংশ পড়ে দুই ছাত্র আহত হয়। এমতাবস্থায় অভিভাবকগণ ছেলে-মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে ভয়ের মধ্যে থাকেন। যেকোন মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। কিছুদিন পরে হয়তবা এই বিল্ডিং বন্ধ করে দিয়ে বাহিরে ক্লাস নিতে হবে। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার স্বার্থে অবিলম্বে নতুন বিল্ডিং তৈরী করে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুযোগ করে দেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেন তারা। উল্লেখ্য, বার বার কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করেও এর কোন প্রতিকার পাওয়া যায়নি। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৩ সালে বিদ্যালয়ের ওই বিল্ডিংটির নির্মাণ কাজের ঠিকাদারী পেয়ে নির্মাণ করেন মন্দরী ইউপি’র সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শেখ সামছুল হক। কয়েক বছর পর বিল্ডিংয়ের বিভিন্ন স্থানে ফাটল দেখাসহ ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়া শুরু হয়।